নজরুলের ৪১ তম প্রয়াণ দিবস

জামুরিয়া: কাজী নজরুল ইসলামের ৪১ তম প্রয়াণ দিবস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যলয় ও নজরুল একাডেমির যৌথ উদ্যোগে কবির মঙ্গলবার জন্মস্থান চুরুলিয়ায় শ্রদ্ধা জানানো হয়।কবির সমাধিক্ষেত্রে ফুল দিয়ে শ্রদ্ধা  জানান অতিথিরা।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী,ডেপুটি রেজিস্টার শ্রীকান্ত রায় চৌধুরী, নজরুল একাডেমির সভাপতি  প্রশান্ত দে সরকার,একাডেমির ভারপাপ্ত সম্পাদক সুপ্রিয় কাজী সহ অনেকেই উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যলয় এর ছাত্র ছাত্রী রাও এই অনুষ্ঠানে যোগ দেয়।সেখানে নজরুলের গান ও আবৃতি পরিবেশিত হয়।অন্য দিকে আসানসোলের আশ্রম মোড়ে  নজরুল মূর্তি তে এদিন মাল্য দান করেন কর্পোরেশন এর প্রতিনিধি রবিউল ইসলাম সহ আরো কয়েক জন।কবির প্রতিকিতে মালা ও ফুল দিয়ে সন্মান জানান তারা।তবে ওই জায়গায় পারথেনিয়াম গাছ ও জঙ্গল পরিষ্কার করলে ভালো হতো বলে মনে করেন সাধারণ নাজরুলপ্রেমীরা।যদিও ওখানে দাঁড়িয়ে রবিউল ইসলাম আশ্বাস দেন ওইদিনই জঙ্গল পরিষ্কারর করে দেয়া হবে।।ইউনিভার্সিটি এর ছাত্র ছাত্ররি রা কবির প্রতিকিতে ফুল-মালা দিয়ে এবং কবির স্মরণে বক্তব্য রেখে একটা ছোট অনুষ্ঠানও করেন।
Source-Ei samay 

Comments

Popular posts from this blog

Pages 1

Pages 7

latest news